ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ‘ডাকাত’ নিহত

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ মার্চ ২০১৭, ০৯:০৬
অ- অ+

কুমিল্লার বুড়িচংয়ে ডিবি পুলিশের সঙ্গে ‘ডাকাত’ দলের ‘বন্দুকযুদ্ধ’ হয়েছে। এতে মোস্তফা নামে এক ‘ডাকাত’ মারা গেছে। মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার লড়িবাগ রেল গেইটের অদূরের রাস্তায় এ ঘটনা ঘটে।

জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক শাহ কামাল আকন্দ জানান, ‘ওই সড়কে দীর্ঘদিন ধরে রশি ফেলে ডাকাতি করে আসছিল একটি সংঘবদ্ধ ডাকাত দল। গত বছরের ২১ মার্চ রাতে ওই স্থানে ডাকাত দলের ছুরিকাঘাতে নিহত হন জেলার দেবিদ্বারের জুয়েলারি ব্যবসায়ী আবুল কালাম আজাদ।

এ ঘটনায় গ্রেপ্তার দুই ডাকাত মঙ্গলবার বিকালে তাদের সহযোগীদের নাম প্রকাশ করে আদালতে জবানবন্দি দেয়। রাতে ডাকাত দলের অন্য সদস্যদের ধরতে ডিবি পুলিশের একটি দল লড়িবাগ রেল রাস্তার পাশের রাস্তায় পৌঁছে। এসময় ডাকাত দল রাস্তায় রশি ফেলে পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। পরে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে গুলিবিব্ধ হয়ে মোস্তফা নামে এক ডাকাত মারাত্মক আহত হয়। পরে তাকে কমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। রাত পৌনে ১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

(ঢাকাটাইমস/৮মার্চ/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৩১ রানেই ৩ উইকেট নেই ওয়েস্ট ইন্ডিজের
ভারতে আটক বাংলাদেশি জেলেদের শিগগিরই ফেরানো হবে: পররাষ্ট্র সচিব
৪৭তম বিসিএসের অনলাইন আবেদন শুরু ২৯ ডিসেম্বর
ভারতকে মুসলিমসহ সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার আহ্বান খেলাফত মজলিসের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা