শেরপুরে মাইক্রোবাসের ধাক্কায় আদিবাসী যুবকের মৃত্যু

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ মার্চ ২০১৭, ২৩:৫৭

শেরপুরের ঝিনাইগাতীতে মাইক্রোবাসের ধাক্কায় সজল হাজং নামে এক আদিবাসী যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলার গজনী রোডের জামতলী নওকুচি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সজল কাংশা ইউনিয়নের নওকুচি গ্রামের সন্তোষ হাজং এর ছেলে।

পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানান, গজনী অবকাশ পর্যটন কেন্দ্র থেকে আজ বিকালে বনভোজন শেষে (ঢাকা মেট্রো চ-১৫৫১৮৩) নম্বরযুক্ত যাত্রী বোঝাই একটি মাইক্রোবাস ঢাকায় ফিরছিল। পথে মাইক্রোবাসটি ঝিনাইগাতী-গজনী রোডের জামতলী নওকুচি নামক স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে সাইকেল আরোহী যুবক সজল হাজংকে চাপা দেয়।

এতে সজল গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্য সজলকে জেলা সদর হাসপাতালে রেফার্ড করেন। পরে জেলা সদর হাসপাতালে নেয়ার পথে সজল মারা যান।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/১০মার্চ/এসএস/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :