শিক্ষায় ধনী-গরিবের বৈষম্য রাখেননি শেখ হাসিনা: খালিদ
আওয়ামী লীগ সরকার শিক্ষা খাতকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন দলের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, শেখ হাসিনার সরকার শিক্ষা খাতে ধনী-গরিবের কোনো বৈষম্য রাখেনি।
শনিবার পঞ্চগড়ের বোদা ময়নাগুড়ি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খালিদ মাহমুদ বলেন, ‘আগে গরিবের ছেলে-মেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত ছিল। বর্তমান সরকারের কল্যাণে বিনামূল্যে বই, বিভিন্ন উপবৃত্তি ও মেধাবৃত্তির কারণে এখন ধনী-গরিব সবার ছেলেমেয়েরা শিক্ষা পাচ্ছে। এ অর্জন আওয়ামী লীগের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষায় ধনী-গরিবের বৈষম্য রাখেননি।’
খালিদ বলেন, ‘আগে বিশ্ববিদ্যালয় ছিল হাতেগোনা কয়েকটি, এখন শতাধিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। প্রতি জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় হচ্ছে। নতুন বছর শুরু হতে না হতেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাচ্ছে বই। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য শিক্ষার কোনো বিকল্প নেই।’ শিক্ষাসহ সামগ্রিক উন্নয়নকে আরও সামনের দিকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান খালিদ।
এর আগে নানা আয়োজনের মধ্য দিয়ে পঞ্চগড়ের বোদা ময়নাগুড়ি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন পালিত হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাজমুল হক প্রধান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, তেঁতুলিয়া উপজেলা চেযারম্যান রেজাউল করিম শাহীন উপস্থিত ছিলেন।
১৯১৭ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যানিকেতনের শতবর্ষপূর্তি মিলন মেলায় নতুন-পুরাতন কয়েক হাজার শিক্ষার্থী যোগ দেয়। বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
(ঢাকাটাইমস/১১মার্চ/টিএ/জেবি)
মন্তব্য করুন