রাজস্বের সিংহভাগ দক্ষিণাঞ্চলের: এনবিআর চেয়ারম্যান

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ মার্চ ২০১৭, ১০:২০

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেছেন,‘বাগেরহাট হচ্ছে বাহাদুরদের অঞ্চল। বাগেরহাট-সাতক্ষীরা, যশোর তথা খুলনা বিভাগ রাজস্ব আয়ে বাহাদুরি দেখাচ্ছে। দেশের রাজস্ব আয়ের সিংহভাগই আসছে এই দক্ষিণাঞ্চল থেকে। মংলা বন্দর বিশেষ ইকোনমি জোনের জন্য প্রস্তুত হয়েছে। যার কারণে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা উচ্চকিতভাবে প্রশংসা করেছেন। যারা সৎ ব্যবসায়ী আছেন, তাদের কাছ থেকে রাজস্ব আদায়ে বিশেষ প্রণোদনা দিয়ে উৎসাহিত করতে পারি আমরা। এক্ষেত্রে সকলকে একযোগে কাজ করতে হবে- যাতে আগামী পহেলা জুলাইতে নতুন ভ্যাট আইন বাস্তবায়ন করতে পারি।’

তিনি বলেন, ‘আমাদের নীতিমালা হচ্ছে দুষ্টের দমন শিষ্টের পালন। রাজস্ব বোর্ডে যখন আইন প্রয়োগের কথা ওঠে তখন আমরা বাগেরহাটের কথা মনে করি। সুন্দরবনে যে বাঘ আছে তাকে আইন প্রয়োগের ক্ষেত্রে বাঘকে প্রতীক হিসেবে ব্যবহার করি।’

বৃহস্পতিবার রাতে বাগেরহাট শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে বাগেরহাটে ২০১৭-১৮ অর্থ বছরের প্রাক-বাজেট আলোচনা ও রাজস্ব সংলাপ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সভার শুরুতে আয়করের বিভিন্ন বিষয়ের উপর করদাতারা উন্মুক্ত আলোচনায় অংশ নেন।

(ঢাকাটাইমস/১৭মার্চ/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :