কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা
কিশোরগঞ্জে শুক্রবার সকালে ভোরের আলো সাহিত্য আসরের ৪০৯তম সাহিত্যসভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় আসরের প্রধান পৃষ্ঠপোষক বিআরডিবির সাবেক পরিচালক বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. নিজাম উদ্দিনকে সংবর্ধনা দেয়া হয়।
আসরের সভাপতি নাট্যকার মো. আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সাহিত্য সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের সদস্য ও দৈনিক মানবকন্ঠের নিজস্ব প্রতিবেদক জাহাঙ্গীর কিরণ।
প্রধান আলোচক ছিলেন এশিয়ান পোস্টের সম্পাদক মো. হাবিবুর রহমান বিপ্লব। বিশেষ আলোচক ছিলেন আসরের প্রধান উপদেষ্টা মোহাম্মদ হাফিজুর রহমান ভূইয়া।
(ঢাকাটাইমস/১৭মার্চ/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন