বগুড়ায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি অবমাননা

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ মার্চ ২০১৭, ১৯:২৯ | প্রকাশিত : ১৭ মার্চ ২০১৭, ১৮:৫০

বগুড়ার নন্দীগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অবমাননা করেছে দুর্বৃত্তরা। তারা রাতের আঁধারে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি অবমাননাকর অবস্থায় ঝুলিয়ে রাখে।

বঙ্গবন্ধুর জন্মদিনের প্রাক্কালে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। অবমাননাকারীদের শাস্তির দাবিতে স্থানীয় আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মখলেছার রহমান মিন্টু জানান, বৃহস্পতিবার রাতে কে বা কারা রনবাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি অবমাননা করে টাঙিয়ে রাখে। পরদিন সকালে বিষয়টি থানায় জানানো হয়।

খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমাল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) মাহবুব হোসেন কাজল, ওসি আব্দুর রাজ্জাক, পঞ্চানন্দ সরকার (ওসি তদন্ত), উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদুর রহমান, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, ইউপি চেয়ারম্যান প্রভাষক আব্দুল বারী ঘটনাস্থল পরিদর্শন করেন।

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ওই বিদ্যালয় চত্বরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মখলেছার রহমান মিন্টুর সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভাশেষে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সভায় বক্তব্য দেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা সোহাগ, সাংগঠনিক সম্পাদক ফারুক আহম্মেদ, উপজেলা কৃষক লীগের সভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাঈদ রায়হান মানিক, পৌর শ্রমিক লীগের সভাপতি এনামুল হক, ছাত্রলীগের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, শ্রমিক লীগ নেতা ফেরদৌস আলী প্রমুখ।

(ঢাকাটাইমস/১৭মার্চ/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :