নিজ গ্রামে মিজারুল কায়েসের জানাজা মঙ্গলবার
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মঙ্গলবার সকাল ১১টায় মিজারুল কায়েসের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জানাজা স্থল উপজেলার হোসেন্দি উচ্চ বিদ্যালয় খেলার মাঠ প্রাঙ্গণ পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য মো. সোহরাব উদ্দি। সোমবার রাত সাড়ে আটটার দিকে জানাজা স্থল পরিদর্শন করেন তিনি। এসময় পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন, হোসেন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলে রাব্বি কলিন্স, সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল কবীর আলমগীরসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার সকালে হেলিকপ্টার যোগে মিজারুল কায়েসের মরদেহ পৈত্রিক বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌঁছার কথা রয়েছে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও জানাজা শেষে ঢাকার বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।
গত ১১ মার্চ স্থানীয় সময় রাত ৯টায় ব্রাসিলিয়ার একটি হাসপাতালে মিজারুল কায়েস ইন্তেকাল করেন। সেখানে গত ১৫ মার্চ মুসলিম দেশগুলোর রাষ্ট্রদূতদের আয়োজনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আজ সোমবার তার মরদেহ ঢাকায় পৌঁছলে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন এবং জানাযায় অংশ নেন।
(ঢাকাটাইমস/২০মার্চ/প্রতিনিধি/জেডএ)
মন্তব্য করুন