নওগাঁয় জেএমবি সদস্য গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ মার্চ ২০১৭, ১৬:৫৯
অ- অ+

নওগাঁর আত্রাই থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন (জেএমবি)-এর তালিকাভুক্ত অন্যতম সদস্য আব্দুস সাত্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার বিকালে উপজেলার চকবিষ্টপুর তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুস সাত্তার উপজেলার চকবিষ্টপুর গ্রামের মৃত সোলাইমান আলীর ছেলে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুদ্দোজা জানান, ২০০৪ সালে জেএমবির উত্থানের সময় আত্রাই-রানীনগর এলাকায় সর্বহারা নিধন নামে অবৈধ হত্যাযজ্ঞ, মারপিট, লুটতরাজ, ভাঙচুরে অংশ নেয় সাত্তার। সে সময় তার বিরুদ্ধে হত্যা ও অপহরণসহ পাঁচটি মামলা দায়ের হয়। দীর্ঘদিন ধরেই সে পলাতক ছিল। বুধবার বিকাল ৩টার দিকে উপজেলার পাঁচুপুর ইউনিয়নের চকবিষ্টপুর গ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে পাঁচুপুর ইউনিয়নের চেয়ারম্যান আফসার আলী বলেন, ২০০৪ সালের পর থেকেই নিষ্ক্রিয় ছিল সাত্তার।

(ঢাকাটাইমস/২২মার্চ/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের সভাপতি শাকিল ও সম্পাদক রোমান 
সাংবাদিক লাঞ্ছিত করায় সিদ্ধিরগঞ্জ উপজেলা বিএনপির সম্পাদক বহিষ্কার
গেইলকে ছাড়িয়ে বাবর আজমের বিশ্ব রেকর্ড
নোয়াখালীর হাতিয়ায় আগুনে পুড়লো ৭ দোকান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা