দৌলতপুরে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ মার্চ ২০১৭, ১৭:৪৫
অ- অ+

কুষ্টিয়ার দৌলতপুরে এক ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে বন্দুক ও গুলি। এদের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, অস্ত্র ও মাদক বিক্রিসহ বিভিন্ন অপরাধে মামলা ও অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার রাতে উপজেলার ফিলিপনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ কবীর হোসেন জানান, মঙ্গলবার গভীর রাতে মাদক ও অস্ত্র ব্যবসায়ী এবং ফিলিপনগর ইউপির সদস্য হোসেন আলী (৪০) কে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী উপজেলার মথুরাপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দুই ডাকাত দুলাল (৩৮) ও ইনামুলকে (৪০) গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, অস্ত্র ও মাদক বিক্রিসহ বিভিন্ন অপরাধে মামলা ও অভিযোগ রয়েছে।

(ঢাকাটাইমস/২২মার্চ/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশ গড়ার দ্বিতীয় সুযোগ কোনোভাবে যেন নষ্ট না হয়: আইন উপদেষ্টা
মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে
মাদার‌ীপুরে বৈদ্যুতিক পিলারে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা