রাজশাহীতে বাস-ট্রাক মুখোমুখী সংঘর্ষ

রাজশাহী ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ মার্চ ২০১৭, ১৩:৩৬

রাজশাহীর গোদাগাড়ীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখী সংঘর্ষ হয়েছে। রবিবার ভোর ৬টায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার লালাদীঘি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় বাসের কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি। দুর্ঘটনায় বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে চাঁপাইনবাবগঞ্জ থেকে আলুভর্তি একটি ট্রাক রাজশাহীর দিকে যাচ্ছিল। ওই সময় রাজশাহী থেকে একটি যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। পথে গোদাগাড়ীর লালাদীঘি এলাকায় মুখোমুখী সংঘর্ষ হয়। এতে প্রায় ২০ মিনিট ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটিকে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিপজুর আলম মুন্সি জানান, দুর্ঘটনায় বাস-ট্রাকের চালক ও হেলপারসহ সাত থেকে আটজন আহত হয়েছেন। তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে শুধু একজন নারীর অবস্থা আশঙ্কাজনক।

(ঢাকাটাইমস/২৬মার্চ/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :