‘জঙ্গিবাদ নির্মূলে প্রয়োজন তৃণমূল থেকে সংস্কৃতি চর্চা’
জঙ্গিবাদ নির্মূল করতে হলে সংস্কৃতি চর্চাকে তৃণমূল পর্যায়ে নিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
সোমবার বিকালে মাদারীপুরের শিবচরে তিন দিনব্যাপী দ্বিতীয় নাট্যমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই মন্তব্য করেন।
সংস্কৃতি মন্ত্রী বলেন, ‘জঙ্গিবাদ নির্মূল করতে সরকারের সব কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। জঙ্গিবাদ নির্মূল করা শুধু সরকারের একার দায়িত্ব নয়, এক্ষেত্রে দেশের প্রত্যেক নাগরিকের দায়িত্ব আছে। সবার উচিত সরকারকে সহযোগিতা করা।’
ছাত্র সমাজ জঙ্গিবাদের মধ্যে ঢুকে পড়ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘পরিবারের পাশাপাশি ছাত্রদের ওপর শিক্ষকদের ব্যাপক ভূমিকা রয়েছে।’ জঙ্গিবাদে কেউ যেন জড়িয়ে না পড়ে সে বিষয়ে প্রত্যেককে নজর রাখার আহ্বান জানান মন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নুর-ই-আলম চৌধুরী, বিশেষ নাট্যজন সৈয়দ হাসান ইমাম, সম্মিলিত সাংস্কৃতি জোটের সভাপতি গোলাম কুদ্দুক, জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আফসার আহমদ, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজ উদ্দিন খান প্রমুখ।
(ঢাকাটাইমস/২৭মার্চ/প্রতিনিধি/জেবি)
মন্তব্য করুন