‘আপনার প্রিয় সন্তান যেন জঙ্গিবাদে না জড়ায়’
প্রিয় সন্তান যেন জঙ্গিবাদে না জড়িয়ে পড়ে এ ব্যাপারে মায়েদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সালমা ইসলাম এমপি।
বুধবার বেলা ১১টায় ঢাকার দোহারের জয়পাড়া বেগম আয়শা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে ‘মা’ সমাবেশে তিনি এই আহ্বান জানান।
প্রতিষ্ঠানের প্রধান কুলসুম বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক এ প্রতিমন্ত্রী আরও বলেন, ‘মায়েদের খেয়াল রাখতে হবে সন্তান যাতে জঙ্গিবাদের সাথে জড়িত না হয়। তাদের ভালো লেখাপড়ায় সমাজ বদলে যাবে এমনটাই প্রত্যাশা করি। সৃজনশীল সমাজ গড়তে আজকের শিশুরাই হবে ভবিষ্যতের নেতৃত্ব। তাদেরকে সঠিক দেখভালের দায়িত্ব মা বাবার।’
সালমা ইসলাম বলেন, ‘আমাদের সন্তানকে সচেতন করে গড়ে তুলতে মায়েদের ভূমিকাই বেশি। তাই সার্বক্ষণিক পাশে থেকে দায়িত্বশীল হয়ে ছেলেমেয়েদের ভালো পড়াশোনায় মনোযোগী হওয়ার সাহস যোগাতে হবে।’
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মা ও মহিলা অভিভাবক উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আল আমিন, ওসি সিরাজুল ইসলাম প্রমুখ।
(ঢাকাটাইমস/০৫এপ্রিল/প্রতিনিধি/জেবি)
মন্তব্য করুন