গাজীপুরে দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর মৃত্যু
গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনা এলাকায় দুর্বৃত্তের হামলায় আহত মুদি ব্যবসায়ী মো. বেলার হোসেন মারা গেছেন।
বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আবস্থায় তার মৃত্যু হয়।
নিহত বেলার সালনা দক্ষিণ এলাকার আব্দুল মালেকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাতে সোহেল হোসেন সালানা বাজারে নিজ দোকান থেকে বাসায় ফিরছিল। পথে রাত সাড়ে ১২ টার দিকে বাসার অদূরে একটি রাস্তার ওপর দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং লাঠি দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়। এ সময় তার ডাক-চিৎকারে বাড়ির লোকজন ও স্থানীয়রা গুরুতর আহতবস্থায় তাকে উদ্ধার প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মোডকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে সোহেল মারা যায়।
জয়দেবপুর থানার উপপরিদর্শক আরশাদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। খুনের ঘটনায় দায়ীদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।
(ঢাকাটাইমস/০৬এপ্রিল/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন