বাল্যবিয়ে না পড়ানোর শপথ কাজী-পুরোহিতের

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ এপ্রিল ২০১৭, ১৯:৪২ | প্রকাশিত : ০৬ এপ্রিল ২০১৭, ১৮:২০

টাঙ্গাইলের মির্জাপুরে মুসলিম নিকাহ রেজিস্ট্রার (কাজী) ও হিন্দু বিবাহ রেজিস্ট্রার পুরোহিতদের বাল্যবিয়ে না পড়ানোর শপথ পাঠ করিয়েছেন ইউএনও ইসরাত সাদমিন। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বাল্যবিয়েমুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে ইউএনওর নেয়া নানা পদক্ষেপের অংশ হিসেবে উপজেলার সকল কাজীদের এ শপথ পাঠ করান তিনি।

বাল্যবিয়ে সুন্দর দেশ ও সুস্থ জাতির গঠনের অন্তরায় এ বিষয়ে বিস্তারিত উপমা তুলে ধরে আলোচনা করেন ইউএনও।

সভায় কাজীদের পক্ষ থেকে বাল্যবিয়ে না পড়ানো জন্য নির্বাহী কর্মকর্তাকে আশ্বস্ত করা হয়। সচেতনতামূলক আলোচনা শেষে ইউএনও ইসরাত সাদমিন কাজীদের বাল্যবিয়ে না করানোর জন্য শপথ বাক্য পাঠ করান।

এ সময় উপজেলা কাজী সমিতি সভাপতি কাজী শফিকুল ইসলাম ও সম্পাদক হাফেজ মাওলানা ফরিদ হোসাইনসহ উপজেলার ১৭ জন কাজী ও একজন পুরোহিত উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৬এপ্রিল/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :