কিশোরগঞ্জে উপজেলা পর্যায়ে যুদ্ধাপরাধীদের গ্রেপ্তার দাবি

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ এপ্রিল ২০১৭, ১৫:৩৩
অ- অ+

সারাদেশে খুন সন্ত্রাস জঙ্গিবাদ ও জেলা-উপজেলা পর্যায়ে যুদ্ধাপরাধীদের গ্রেপ্তারের দাবিতে এবং কিশোরগঞ্জের চলমান সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন পালিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় এ মানববন্ধন কর্মসূচি পালন করে কিশোরগঞ্জ যুদ্ধাপরাধ প্রতিরোধ আন্দোলন কমিটি ও জেলা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।

জেলা শহরের বিন্নগাঁও-নগুয়া সড়কে কিশোরগঞ্জ যুদ্ধাপরাধ প্রতিরোধ আন্দোলন কমিটির সভাপতি মো. রেজাউল হাবীব রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি নজরুল ইসলাম খায়রুল, সাধারণ সম্পাদক সাংবাদিক আমিনুল হক সাদী, কিশোরগঞ্জ জেলা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম রিফাত, দৈনিক জনকন্ঠের সাংবাদিক মাজহার মান্না, শ্রমিক নেতা দ্বীন ইসলাম শেখ, ডা. মোবারক হোসেন খান, সাংবাদিক শফিক কবীর, জাভেদ ইকবাল, আলী রেজা সুমন প্রমূখ।

বক্তারা সারাদেশে খুন সন্ত্রাস জঙ্গিবাদের প্রতিবাদ করেন। পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে যুদ্ধাপরাধীদের গ্রেপ্তারের দাবি জানান। সেই সাথে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র রাকিবুল হাসানের হত্যার বিচার দাবিসহ কিশোরগঞ্জের চলমান সন্ত্রাসী হামলার ঘটনায় দায়ীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।

(ঢাকাটাইমস/১০এপ্রিল/প্রতিনিধি/জেবি)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক বছরে ম্যানসিটির সর্বোচ্চ আয়ের রেকর্ড
বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা
শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন ও আদর্শকে ধারণ করে অন্তর্বর্তী সরকার: প্রেস সচিব
দেশ গড়ার দ্বিতীয় সুযোগ কোনোভাবে যেন নষ্ট না হয়: আইন উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা