কুমিল্লায় জমিতে মিলল যুবকের লাশ
কুমিল্লায় ফসলি জমি থেকে এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মো. আজাদ মিয়া।
সোমবার দুপুর একটার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লোলাই রাজমঙ্গল এলাকার একটি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আজাদ সদর দক্ষিণ উপজেলার লোলাই রাজমঙ্গল এলাকার মনু মিয়ার ছেলে।
কুমিল্লা সদর দক্ষিণ থানার পরিদর্শক তদন্ত আবদুর রব বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি জমিতে আজাদের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
দুর্বৃত্তরা কুপিয়ে ও পিটিয়ে হত্যার পর মরদেহ এখানে ফেলে রেখে গেছে বলে ধারণা করছে পুলিশ। মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠাবে পুলিশ।
ঢাকাটাইমস/১০এপ্রিল/প্রতিনিধি/এমআর
মন্তব্য করুন