কুড়িগ্রামে আগুনে পুড়ে শিশুর মৃত্যু, মা আহত
কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবের ইউনিয়নের পালের চর গ্রামে এক বাড়িতে আগুন লেগে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় শিশুটির মা শাহিদা বেগম অগ্নিদগ্ধ হন। এলাকাবাসী তাকে রৌমারী হাসপাতালে ভর্তি করে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের পালের চর গ্রামে এ আগুনের ঘটনা ঘটে। রৌমারী থানা পুলিশ ও ইউপি চেয়ারম্যান কবীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার পালের চর গ্রামের আশরাফুল ইসলাম কাজের জন্য মাঠে গেলে তার স্ত্রী শাহিদা বেগম বাড়িতে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় রান্নার খড়ি আনতে বাইরে গেলে আচমকা চুলার আগুন ঘরে লাগে। মুহূর্তে তা ঘরময় ছড়িয়ে পড়ে। গ্রামবাসী ছুটে আসার আগেই তিনটি ঘর, আসবাসপত্র, ধান-চালসহ সবকিছুই পুড়ে যায়। এসময় শোবার ঘরে ঘুমিয়ে থাকা দুই বছরের শিশু আল আমিনও পুড়ে ছাই হয়ে যায়। কোলের শিশুকে উদ্ধার করতে গিয়ে মা শাহিদা বেগম আহত হন। পরে তাকে রৌমারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মককর্তা (ভারপ্রাপ্ত) ফাইজুল কবীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আগুনের ঘটনায় সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেয়া হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে ব্যবস্থা নেয়া হবে।
(ঢাকাটাইমস/১১এপ্রিল/প্রতিনিধি/জেবি)
মন্তব্য করুন