‘ধর্ষণচেষ্টা’র অভিযোগে ভাসুর খুন
টাঙ্গাইলের নাগরপুরে ধর্ষণচেষ্টার অভিযোগে ভাসুরকে খুন করেছেন এক গৃহবধূ। এ ঘটনায় ওই গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার ভাদ্রা ইউনিয়নের গাংবিহালী গ্রামে সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার হওয়া বুলবুলি আক্তার ওই গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী। তার স্বামী ঢাকায় পুস্তক বাঁধাইয়ের কাজ করেন। তাদের একটি শিশু সন্তান রয়েছে।
নিহত ব্যক্তির নাম মিজানুর রহমান। তিনি সাইফুল ইসলামের বড় ভাই।
গৃহবধূ বুলবুলি ভাসুরকে খুন করার কথা স্বীকার করে বলেছেন, বিয়ের পর থেকেই তার ভাসুর তাকে নানাভাবে উত্ত্যক্ত করত। এনিয়ে স্থানীয়ভাবে একাধিক শালিস বৈঠক হয়। সোমবার গভীর রাতে তার ভাসুর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করে। এসময় সতীত্ব রক্ষায় লোহার সাবল দিয়ে তাকে আঘাত করেন। তবে হত্যার কোনো উদ্দেশ্য ছিল না বলে জানিয়েছেন এই গৃহবধূ।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম ঢাকাটাইমসকে জানান, গাংবিহালী গ্রামের সাইফুল ইসলাম ঢাকায় পুস্তক বাঁধাইয়ের কাজ করেন। ঘটনার দিন গৃহবধুর স্বামী বাড়িতে না থাকার সুযোগে ভাসুর মিজান রাত ১টার দিকে ওই গৃহবধুর ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। এসময় দুজনের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে ওই গৃহবধূ লোহার সাবল দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই মিজান মারা যান। গৃহবধূ বুলবুলিকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি জানান, এ ঘটনায় নাগরপুর থানায় হত্যা মামলা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/১৮এপ্রিল/প্রতিনিধি/জেডএ)
মন্তব্য করুন