কালকিনিতে পুকুর থেকে মানুষের কঙ্কাল উদ্ধার
মাদারীপুরের কালকিনিতে একটি পরিত্যক্ত পুকুর থেকে বস্তা বন্দি একটি মানুষের কঙ্কাল উদ্ধার করেছে থানা পুলিশ। তবে কঙ্কালটি নারী না পুরুষের তা চিহ্নিত করা যায়নি।
বুধবার বিকালে স্থানীয় লোকজনের সহযোগিতায় কঙ্কালটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, পৌর এলাকার উত্তর রাজদী গ্রামের শুভদ বিশ্বাস তার বাড়ির পেছনের পরিত্যক্ত একটি পুকুরে জাল দিয়ে মাছ ধরতে যান। এসময় জালের সঙ্গে জরিয়ে ওঠে প্লাস্টিকের বস্তা বন্দি ওই কঙ্কালটি। তা দেখে স্থানীয় লোকজন থানায় খবর দিলে কালকিনি থানার উপপরিদর্শক ওয়াদুত মিয়া ও সঞ্জয় কুমার এসে বস্তাবন্দি কঙ্কালটি উদ্ধার করেন।
পরে ময়না তদন্তের জন্য কঙ্কালটি মাদারীপুর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কঙ্কালটির কোনো পরিচয় পাওয়া জানা যায়নি। ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।
এব্যাপারে কালকিনি থানার এসআই ওয়াদুত মিয়া বলেন, আমরা খবর পেয়ে কঙ্কালটি উদ্ধার করে পরীক্ষার করার জন্য হাসপাতালে পাঠিয়েছি।
(ঢাকাটাইমস/১৯এপ্রিল/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন