বৃষ্টি উপেক্ষা করে বাল্যবিয়ে বন্ধ করে দিলেন মির্জাপুরের ইউএনও

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ এপ্রিল ২০১৭, ০৯:০৩| আপডেট : ২০ এপ্রিল ২০১৭, ১৩:০৩
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন ঝড়-বৃষ্টি উপেক্ষা করে বিয়ে বাড়িতে হাজির হন। পরে ওই বাড়িতে চলা বাল্যবিয়ে বন্ধ করে দেন।

বুধবার সন্ধ্যায় উপজেলার মহেড়া ইউনিয়নের নগর ছাওয়ালি গ্রামে এ ঘটনা ঘটে।

দুপুরের পর থেকে মির্জাপুরে প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হয়। ওই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীনের কাছে খরব আসে নগর ছাওয়ালি গ্রামের হেলাল উদ্দীনের অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়ের বিয়ের আয়োজন চলছে। প্রচণ্ড ঝড়-বৃষ্টি উপেক্ষা করে তিনি সন্ধ্যায় উপস্থিত হন বিয়ে বাড়িতে। এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাবিবুর রহমান খান, টেকনিশিয়ান শাহ আলম প্রমুখ তার সঙ্গে ছিলেন।

এসময় বর পক্ষের লোকজন কনের গায়ে হলুদ দিচ্ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতি টের পেয়ে বিয়েবাড়ির অনেকেই সটকে পড়েন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কনে ও বর পক্ষের অভিভাবকদের বাল্যবিয়ের কুফল সম্পর্কে বিস্তারিত জানান। পরে দুই পক্ষের লোকজন বাল্যবিয়ে করাবেন না মর্মে মুচলেকা দিয়ে বাল্যবিয়েটি বন্ধ করে দেন।

(ঢাকাটাইমস/২০এপ্রিল/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের সভাপতি শাকিল ও সম্পাদক রোমান 
সাংবাদিক লাঞ্ছিত করায় সিদ্ধিরগঞ্জ উপজেলা বিএনপির সম্পাদক বহিষ্কার
গেইলকে ছাড়িয়ে বাবর আজমের বিশ্ব রেকর্ড
নোয়াখালীর হাতিয়ায় আগুনে পুড়লো ৭ দোকান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা