পাঁচ দিন ধরে বিদ্যুৎহীন নড়াইলের বিভিন্ন এলাকা

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ এপ্রিল ২০১৭, ১৩:২৫

পাঁচ দিন যাবত বিদ্যুৎবিহীন রয়েছে নড়াইলের কালিয়াসহ বিভিন্ন এলাকা। এতে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। ঝড়ের কারণে প্রায় ৩০টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় নড়াইলের বেশির ভাগ এলাকায় বিদ্যুৎ নেই। এ কারণে এসব এলাকায় মোবাইল ফোন নেটওয়ার্ক এবং ইন্টারনেট সংযোগেও সমস্যা দেখা দিয়েছে।

শুক্রবার রাতে কালিয়া উপজেলা সদরসহ সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এরপর মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে কালিয়া পৌর এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হলেও উপজেলার বেশির ভাগ এলাকায় এ সেবা বন্ধ রয়েছে বলে জানায় ভুক্তভোগীরা।

এছাড়া নড়াইলের বড়কুলা, আড়পাড়া, মির্জাপুর, বাগডাঙ্গা, তারাপুর, বড়গাতী, হিজলডাঙ্গা এলাকায় ২৪টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় এসব এলাকাসহ আশেপাশের গ্রামগুলোতে গত তিনদিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

এ সুযোগে বিভিন্ন বাজারে নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থার মাধ্যমে একেকটি মোবাইল সেট চার্জ দিতে ১০ টাকা করে নেয়া হচ্ছে জানা গেছে। এছাড়া ফ্রিজের খাদ্যদ্রব্য নষ্ট হয়ে গেছে। এইচএসসি পরীক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে।

রবিবার রাত সাড়ে ৮টা ও সোমবার বেলা ১১টার দিকে নড়াইলের বিভিন্ন এলাকার ওপর দিয়ে ঝড় বয়ে যায়।

এর আগেও মাঝারি ধরনের ঝড়ো হওয়ায় এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

কালিয়া উপজেলা পল্লী বিদ্যুৎ কার্যালয়ের এজিএম সুমন সাহা বলেন, ঝড়ে কালিয়া অঞ্চলে অনেক খুঁটি ভেঙে পড়েছে। পর্যায়ক্রমে লাইনগুলো সচল করা হচ্ছে। ভেঙেপড়া খুঁটিগুলোর তালিকা তৈরির কাজ চলছে।

পল্লী বিদ্যুৎ নড়াইল আঞ্চলিক কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) দিলীপ কুমার বাইন জানান, ঝড়ে নড়াইল সদরে ২৪টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে। গাছপালা ভেঙে তারের ওপর পড়ায় তা অপসারণ করে বিদ্যুৎলাইন সচল করার চেষ্টা চলছে।

তিনি দাবি করে বলেন, মঙ্গলবার ৬০ ভাগ এলাকায় বিদ্যুৎলাইন সচল হয়েছে। আজকের (বুধবার) মধ্যে অন্যান্য এলাকায়ও বিদ্যুৎলাইন সচল হবে।

(ঢাকাটাইমস/২৬এপ্রিল/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :