পাকুন্দিয়ায় দুই সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৭
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ সাত জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
সাজাপ্রাপ্ত দুই ব্যক্তি হচ্ছেন, উপজেলার মঙলবাড়িয়া গ্রামের বদরুজ্জমান শরীফ (৬৫) ও মিরদী গ্রামের বাদল মিয়া (৩৮)। তন্মেধ্যে বদরুজ্জামান শরীফ পাঁচ বছরের সাজাপ্রাপ্ত ও বাদল মিয়া ছয় বছর ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।
এছাড়াও পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে একশ গ্রাম গাঁজাসহ চরপলাশ গ্রামের বাবুল মিয়া (৪৫) নামে একজন ও মাদক সেবন করার দায়ে আরও চারজনকে আটক করে।
তারা হচ্ছেন- পুটিয়া গ্রামের মনির (২৮), মোস্তফা (২২), আঙিয়াদি গ্রামের আলমগীর হোসেন (২২), কটিয়াদি উপজেলার মেরাতলা গ্রামের মোখলেছুর রহমান (২০)।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন ঢাকাটাইমসকে জানান, বুধবার রাতে বিশেষ অভিযানে উপজেলার পৃথক পৃথক স্থান থেকে সাতজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
পাকুন্দিয়াকে মাদকমুক্ত করতে পুলিশ জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে বলেও জানান তিনি।
(ঢাকাটাইমস/২৭এপ্রিল/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন