বান্দরবানে হামলায় প্রতিমন্ত্রীর চালকসহ আহত ছয়

বান্দরবান প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ এপ্রিল ২০১৭, ২০:৫৫
অ- অ+

বান্দরবানে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে হামলায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির ব্যক্তিগত গাড়িচালক মংনুচিং মারমা (৩১)সহ ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত প্রায় বারটার দিকে বান্দরবান শহরের কালাঘাটা সিসিডিবি অফিস সামনে এ হামলা হয়। ওই গাড়িচালকরা দুটি মাহেন্দ্র গাড়ি নিয়ে হ্লাপাইমুখ পাড়ায় এক বন্ধুর বিয়ের দাওয়াতে গিয়েছিলেন।

হামলায় আহত অন্যরা হলেন- বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা-র গাড়িচালক চপ্রুঅং মারমা (৩০), সিভিল সার্জন ডা. উদয় শঙ্কর চাকমার গাড়ি চালক অংথুইচিং মারমা (৩৩), বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মাহাবুব রহমানের গাড়ি চালক উশৈসিং মারমা (৩১) ও রুমা উপজেলা চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা এর গাড়ি চালক শৈসাউ মারমা (২৮) ও জ¦ীব চালক পুলুসে মারমা (৩০)।

আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় পার্বত্য প্রতিমন্ত্রীর গাড়িচালক মংনুচিং মারমা ও পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের গাড়িচালক চপ্রুঅং মারমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) এ পাঠানো হয়েছে।

সহকারী সিভিল সার্জন ডা. অংসুই জানান, বর্তমানে তাদের অবস্থা আশঙ্কামুক্ত কিনা জানা যায়নি।

সিসিডিবি অফিসের সামনে প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীরা জানান, শহরের কালাঘাটা সিসিডিবি অফিস সামনে প্রায় বিশ জনের মতো একদল সন্ত্রাসী একটি দোকানের আশেপাশে অবস্থান করছিল। কয়েকটি গাড়ি সেখানে এলে তারা ব্যারিকেড দেয়। এক পর্যায়ে গাড়িতে অবস্থানরত লোকজনের ওপর গাছের গুড়ি ও তক্তা দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়।

বান্দরবান পাহাড়ি যানবাহন শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি মংথুই মারমা ঢাকাটাইমসকে জানান, আমরা গাড়িচালকরা সবাই মিলে দুটি মাহেন্দ্র গাড়ি নিয়ে হ্লাপাইমুখ পাড়ায় এক বন্ধুর বিয়ের দাওয়াতে গিয়েছিলাম। ফেরার পথে বৃহস্পতিবার রাত প্রায় বারটার দিকে তারা লাঠিসোটা ও তারকাটা যুক্ত বাটাম দিয়ে হামলা চালায়।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকউল্লাহ ঢাকাটাইমসকে জানান, পুলিশ অভিযান চালিয়ে মো. সাদ্দাম, টিটু বড়ুয়া, বেলাল ও প্রধান আসামি শিহাবের বাবা মো. জাহাঙ্গীরসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা হচ্ছে।

(ঢাকাটাইমস/২৮এপ্রিল/প্রতিনিধি/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশে বিরাজনীতিকরণের প্রয়াস চলছে: রিজভী
নতুন সুযোগে বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই: মির্জা ফখরুল
মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করে আ.লীগ রাজনৈতিক ফায়দা লুটেছে: সালাম
ঝিনাইদহে জমির নামজারি ও খাজনা কার্যক্রম বন্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা