আইনের শাসন ছাড়া ভবিষ্যৎ অন্ধকার: প্রধান বিচারপতি

সাজেদুর রহমান সাজু, নওগাঁ
 | প্রকাশিত : ০৪ মে ২০১৭, ২৩:১৫

আইনের শাসন প্রতিষ্ঠিত না হলে ভবিষ্যৎ অন্ধকার বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

বৃহস্পতিবার বিকালে নওগাঁয় জুডিসিয়াল কনফারেন্সে প্রধান বিচারপতি এ মন্তব্য করেন।

প্রধান বিচারপতি বলেন, ‘পৃথিবীতে শ্রেষ্ঠ রাজনীতিবিদরা আইনের লোক। তাই যখন তারা দেশ পরিচালনায় আসেন তখনই আইনের শাসন প্রতিষ্ঠা হয়।’

বিচারপতিদের সঙ্গে বিগত সময়ে আইনজীবীদের উশৃঙ্খল আচরণের কথা উল্লেখ করে বিচারপতি বলেন, ‘অনেক সময় জামিন না দিলে উশৃঙ্খল অবস্থার সৃষ্টি করা হয়। বিচারকদের কার্যালয় ভাংচুর করা হয়। তাই আইনের শাসন যদি পুরোপুরি প্রতিষ্ঠা না হয় তবে যতই ডেমোক্রেসি বলি আর যতই পুলিশ বাহিনী নিয়ে আসা হোক ভবিষ্যৎ অন্ধকার।’

অনুষ্ঠানে এসকে সিনহা বলেন, ইনপ্রপার কন্ডাক্টের জন্য সরকারের হাজার হাজার কোটি টাকার সম্পত্তি বেহাত হয়ে যাচ্ছে। এ সময় রমজান মাসে খাদ্য দ্রব্যকে পুরোপুরি ভেজালমুক্ত রাখতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে সর্বোচ্চ ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন প্রধান বিচারপতি।

নওগাঁয় কর্মরত বিচারপতিদের মামলা পরিচালনায় দীর্ঘ সূত্রিতার কারণে ক্ষোভ প্রকাশ করেন প্রধান বিচারপতি। আগামী তিন মাসের মধ্যে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মামলাগুলো নিষ্পত্তির নির্দেশ দেন তিনি।

নওগাঁ সার্কিট হাউজে অনুষ্ঠিত কনফারেন্সে অন্যদের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, নওগাঁ জেলা ও দায়রা জজ আরিফুর রহমান, জেলা প্রশাসক ড. আমিনুর রহমান ও পুলিশ সুপার মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ৯টায় সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে নওগাঁ জেলা জজ আদালত ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতগুলো পরিদর্শন করেন প্রধান বিচারপতি।

(ঢাকাটাইমস/৪মে/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

৩০ কোটি টাকা ঋণ খেলাপি: সাবেক প্রবাসীকল্যাণ মন্ত্রীর ৪ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জাতীয় পার্টির চেয়ারম্যান পদে জিএম কাদেরের দায়িত্ব পালনে বাধা নেই: আপিল বিভাগ

নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলা: আজিজ মোহাম্মদ ভাইসহ ৩ জনের যাবজ্জীবন

যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সাম্রাজ্যের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট 

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায় আজ

আফতাবনগরে পশুর হাট বসানোয় হাইকোর্টের নিষেধাজ্ঞা

তিন মাসের ব্যবধানে আরেক মামলায় খালাস পেলেন গোল্ডেন মনির

আহসানউল্লাহ মাস্টার হত্যামামলা: আপিল শুনানি দ্রুত করতে আসামির আবেদন

পরিবেশ রক্ষায় ঢাকাসহ সারাদেশে গাছ কাটা বন্ধে হাইকোর্টে রিট

এ জে মোহাম্মদ আলীর সম্মানে আপিল ও হাইকোর্ট বিভাগে বিচারকাজ বন্ধ ঘোষণা

এই বিভাগের সব খবর

শিরোনাম :