কিশোরগঞ্জের ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন রক্ষার দাবি

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ মে ২০১৭, ১৮:৫৮
অ- অ+

কিশোরগঞ্জ জেলার হাওর-বাওর, নদী, জলাশয়, ইতিহাস ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন রক্ষা ও সামগ্রিক পরিবেশ রক্ষার লক্ষে সচেতন সুশীল সমাজের সক্রিয় ভূমিকা প্রত্যাশা লক্ষে বাপা ও পরমের উদ্যোগে মানববন্দন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার দুপুরে জেলা শহরের কালিবাড়িতে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন পরমের আহ্বায়ক ও বাপার সদস্য অধ্যক্ষ শরীফ সাদী।

প্রধান অতিথি ছিলেন বাপার সাধারণ সম্পাদক ডা. আ. মতিন, সাবেক সাধারণ সম্পাদক মহিদুল হক খান, সহ-সাধারণ সম্পাদক বিধান চন্দ্র পাল, সনাক সভাপতি সাইফুল হক মোল্লা দুলু, সম্মিলিত নাগরিক ফোরামের আহ্বায়ক এনায়েত করীম অমি, বুদ্ধিজীবী নাসির উদ্দিন ফারুকী, সুজন সম্পাদক সাংবাদিক প্রদীপ কুমার সরকার, সাংবাদিক আনোয়ার হোসেন বাচ্চু, কৃষক লীগ নেতা আলমগীর হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি সবুজ-সজল প্রকৃতিকে শাসন করতে যেও না। প্রকৃতি প্রতিশোধ পরায়ন হয়ে ওঠবে। নদীকে খাল বানানো চলবে না, নদীকে লেক বানানো মানি না। হাওর অঞ্চলকে শহর-নগর বানানো উচিত না। হাওরকে হাওর হিসেবে থাকতে দাও, কুষি ও কৃষকদের বাঁচাতে দাও। জেলার পুরাকীর্তিগুলো রক্ষার দাবি জানান বক্তারা।

এছাড়াও মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংস্থা ও প্রতিনিধিরা অংশ নেন।

(ঢাকাটাইমস/০৬মে/প্রতিনিধি/জেবি)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক বছরে ম্যানসিটির সর্বোচ্চ আয়ের রেকর্ড
বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা
শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন ও আদর্শকে ধারণ করে অন্তর্বর্তী সরকার: প্রেস সচিব
দেশ গড়ার দ্বিতীয় সুযোগ কোনোভাবে যেন নষ্ট না হয়: আইন উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা