মৌলভীবাজারে ট্রাকচাপায় অটোচালক নিহত
মৌলভীবাজারের বড়লেখায় একটি ট্রাকের চাপায় নিয়াজ উদ্দিন নামে অটোরিকশার এক চালক নিহত গেছেন। আহত হয়েছেন অটোরিকশার দুই আরোহী।
সোমবার সন্ধ্যায় কুলাউড়া-বড়লেখা সড়কের রতুলি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নিয়াজ উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের গাংকুল খন্দকার টিলার হুছন মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় অটোরিকশায় যাত্রী নিয়ে চালক নিয়াজ দক্ষিণভাগ বাজার থেকে রতুলি বাজার যাচ্ছিল। কুলাউড়া-বড়লেখা সিএন্ডবি সড়কের রতুলি বাজার এলাকায় আসার পর বড়লেখা থেকে আসা কুলাউড়াগামী একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোচালক নিয়াজ ঘটনাস্থলেই মারা যান। আহত হয় অটোটির আরও দুই আরোহী। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবদুলাল ধর বলেন, রিকশা চালকের মাথা একেবারে থেতলে গেছে। ট্রাকটি আটক করা হয়েছে।
ঢাকাটাইমস/৯মে/প্রতিনিধি/এমআর
মন্তব্য করুন