চুয়াডাঙ্গায় বজ্রপাতে শিশুসহ দুজনের মৃত্যু
চুয়াডাঙ্গায় বজ্রপাতে এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর ও কানাইডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো কুতুবপুর গ্রামের হায়দার আলীর ছেলে সামাদ আলী (২৬) ও পাশ্ববর্তী কানাইডাঙ্গা গ্রামের রবিউল ইসলামের ছেলে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র আব্দুল মালেক (৭)।
স্থানীয়রা জানা, দুপুরে চুয়াডাঙ্গায় শুরু হয় মুষলধারে বৃষ্টি। বৃষ্টির সাথে সাথে পড়তে থাকে বজ্র। এ সময় কুতুবপুর গ্রামের মাঠে ধান কাটার সময় বজ্রপাতে নিহত হন সামাদ আলী। প্রায় একই সময়ে পাশ্ববর্তী কানাইডাঙ্গা গ্রামের বজ্রপাতে নিহত হয় শিশু আব্দুল মালেক। ঘটনার সময় ওই শিশু বাড়ির পাশে বাগানে আম কুড়াচ্ছিলো বলে জানিয়েছে তার পরিবার।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ।
(ঢাকাটাইমস/০৯মে/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন