হবিগঞ্জে পৃথক বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ মে ২০১৭, ১৮:০৭
অ- অ+

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে কিম্মত আলী, আনহার মিয়া ও মধু মিয়া নামে তিন কৃষক মারা গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা ও বেলা ১১টায় উপজেলার রামগঞ্জ, মতুরাপুর ও বাঘাহাতা গ্রামের হাওরে এসব দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কিম্মত আলীর পরিবারের আরও তিনজন আহত হয়।

মৃত কিম্মত আলী উপজেলার রামগঞ্জ গ্রামের রজব আলীর ছেলে ও আনহার মতুরাপুর গ্রামের আব্দুল বাছির মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে কিম্মত ও আনহারসহ পাঁচ কৃষক বৈশাখী ধান উঠানোর কাজ করতে হাওরে যান। কালবৈশাখী ঝড়ের মাঝে সকাল ১০ থেকে ১১টার ভেতর আকস্মিক বজ্রপাত হয়। এতে পাঁচজনই গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় আশপাশের লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কিম্মত ও আনহারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত তিনজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে বেলা ১১টার দিকে একই উপজেলার বাঘাহাতা গ্রামের হাওড়ে মধু মিয়া নামে আরেক কৃষক মারা যান।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত তিন কৃষকের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/১১মে/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৩১ রানেই ৩ উইকেট নেই ওয়েস্ট ইন্ডিজের
ভারতে আটক বাংলাদেশি জেলেদের শিগগিরই ফেরানো হবে: পররাষ্ট্র সচিব
৪৭তম বিসিএসের অনলাইন আবেদন শুরু ২৯ ডিসেম্বর
ভারতকে মুসলিমসহ সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার আহ্বান খেলাফত মজলিসের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা