ছেলের দায়ের কোপে বাবার মৃত্যু

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ মে ২০১৭, ২০:৫৪
অ- অ+
ফাইল ছবি

গাজীপুরের কাপাসিয়ায় পারিবারিক কলহের জেরে ছেলের দায়ের কোপে মারা গেছেন আব্দুল কাদির নামে এক বৃদ্ধ। তাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন আরও দুজন। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত আব্দুল কাদির কাপিসয়া উপজেলার বাঘিয়া গ্রামের মৃত ওসমান আলীর ছেলে।

নিহত আব্দুল কাদিরের জামাতা ইকবাল হোসেন জানান, গত কিছুদিন আগে বৃদ্ধ আব্দুল কাদির তার নাতিন মাসুম (২২)কে বিয়ে দেন। বাদল কয়েকদিন আগে থেকে মাসুমের শ^শুর বাড়ি থেকে যৌতুক এনে দিতে মাসুমকে চাপ দিতে থাকে। এ নিয়ে শনিবার বিকেল চারটার দিকে বাবার সাথে বাদলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাদল দা ও শাবল নিয়ে তার বাবার ওপর হামলা করে। কুপিয়ে বৃদ্ধের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম ও ডান হাত কেটে ফেলা হয়। এতে ঘটনাস্থলেই বৃদ্ধের মৃত্যু হয়। হামলা থেকে বাঁচাতে আসলে বাদলের ছোট ভাই জুয়েল (৩৮) ও ছেলে মাসুমকেও কুপিয়ে আহত করা হয়। বাদলের ছোট ভাই জুয়েলকে গুরুতর অবস্থায় কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। হামলায় অভিযুক্ত ছেলে বাদল ঘটনার পর পালিয়ে গেছেন।

কাপসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক খুনের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৩মে/প্রতিনিধি/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঝিনাইদহে জমির নামজারি ও খাজনা কার্যক্রম বন্ধ
২০২৬ ফিফা বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাই পর্বের ড্র অনুষ্ঠিত: কে কোন গ্রুপে
এক বছরে ম্যানসিটির সর্বোচ্চ আয়ের রেকর্ড
বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা