নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নীলফামারী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ মে ২০১৭, ২২:০৩
অ- অ+

সড়ক দুর্ঘটনায় নীলফামারীতে পরিবার পরিকল্পনা বিভাগের দুই কর্মী নিহত হয়েছেন। সোমবার বিকালে সাড়ে ৪টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের পুশ্চিম কুচিয়ার মোড়ে ওই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নীলফামারীর ডিমলা উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আইনুল হক ও রামডাঙ্গা পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) আনোয়ারুল হক।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আখতার জানান, বিকালে মোটরসাইকেল যোগে দিনাজপুর থেকে নিজ বাড়িতে ফেরার পথে ঘটনাস্থলে বালুবাহী ট্রাকের ধাক্কায় আহত হন তারা। তাৎক্ষণিকভাবে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাবার পথে মারা যায় তারা।

পরিবার পরিকল্পনা বিভাগ নীলফামারীর উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) আফরোজা বেগম জানান, তারা দুজনই দিনাজপুরে প্রশিক্ষণ নিচ্ছিল। আইনুলের ছেলে অসুস্থ হওয়ায় বাড়িতে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। তিনি জানান, আইনুল হক ডিমলা সদরের কুটিপাড়া এবং আনোয়ারুল হক নওগা জেলার বাসিন্দা ছিলেন।

(ঢাকাটাইমস/১৫মে/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৪৭তম বিসিএসের অনলাইন আবেদন শুরু ২৯ ডিসেম্বর
ভারতকে মুসলিমসহ সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার আহ্বান খেলাফত মজলিসের
চার অর্ধশতকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় সংগ্রহ বাংলাদেশের
নতুন মাফিয়ারা পরিবহন সেক্টর দখল করেছে: নুর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা