‘বঙ্গবন্ধু হত্যার পরবর্তী ২১ বছর অগ্রগতি ছিল শূন্যে’

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘বঙ্গবন্ধু হত্যার পরবর্তী ২১ বছরে দেশের অগ্রগতি ও অর্জন ছিল শূন্যের কোঠায়। শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৬ সালে সরকার গঠনের পর বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের অগ্রযাত্রা শুরু হয়।’
মন্ত্রী বলেন, ‘যুক্তি তরবারির চেয়ে হাজার গুণ শক্তিশালী। অস্ত্রের মাধ্যমে একজনকে প্রতিহত করা যায়, কিন্তু যুক্তির মাধ্যমে পুরো মানবজাতির পরিবর্তন সম্ভব।’
ফরিদপুর শহরের জসিম উদ্দীন হলে শুক্রবার বিতর্ক উৎসবে সমাপনী দিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ বিতর্ক উৎসব শেষ হবে শুক্রবার সন্ধ্যায়।
অনুষ্ঠানে ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুর রশিদ প্রমুখ বক্তব্য রাখেন।
এ বছর ‘প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল’ এই প্রতিপাদ্যকে ধারণ করে আয়োজিত জাতীয় বিতর্ক উৎসবে দেশের ৪০টি স্কুল, আটটি কলেজ এবং ১৬ বিশ্ববিদ্যালয় অংশ নেয়।
এর আগে ১৫ মে থেকে ১৮ মে পর্যন্ত বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে বাছাই চূড়ান্ত করা হয়।
(ঢাকাটাইমস/১৯মে/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন