আ.লীগ পালানোয় নতুন খেলোয়াড়রা ঘোরাঘুরি করছে: নাসের রহমান

মৌলভীবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ মার্চ ২০২৫, ২১:২২
অ- অ+

গণঅভুত্থানে আওয়ামী লীগ পালিয়ে যাওয়ায় আগামী নির্বাচনে নতুন খেলোয়াড়দের সঙ্গে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এম নাসের রহমান। তিনি বলেছেন, মাঠে নতুন প্লেয়াররা খুব ঘুরাঘুরি করছে।

আজ বুধবার (১২ মার্চ) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার বেতরি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খলিলপুর ইউনিয়ন বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি।

বিএনপির নেতা বলেন, ‘আমরা দেশে লাস্ট নির্বাচন দেখছি ২০০১ সালে। এর পরে তো নির্বাচন যা হয়েছে, তা ছিল তামাশা। তাই জুলাই বিপ্লবের পর নতুন স্বাধীনতা পেয়ে এদেশের মানুষ আগামী নির্বাচনটা ২০০১ সালের মতো জেনুইন নির্বাচন হবে বলে আশা করে।’

নাসের রহমান বলেন, বিগত ওই নির্বাচনে বিএনপির প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগ এখন পালিয়ে গর্তে ঢুকেছে। তাই আগামী নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা হবে নতুন প্লেয়ারদের সঙ্গে। আমাদের ওপন্যান্ট প্লেয়ার একটু পাল্টে গেছে। নতুন প্লেয়াররা খুব ঘুরাঘুরি করছে। কিন্তু সারা দেশের ন্যায় আমাদের মৌলভীবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ওপর জনগণের পুরোপুরি আস্থা আছে।’

আওয়ামী লীগ নির্বাচনে না থাকলে তাদের ভোটটা কোন দিকে যাবে- প্রসঙ্গে নাসের রহমান বলেন, ‘তারা (আওয়ামী লীগের ভোটারা) এখন আশ্রয় খুঁজছে কোন দিকে যাবে। তাদের নেত্রীই তো তাদের দলকে মৃত্যুবরণ করিয়ে দেশ ছেড়ে ওপারে পালিয়ে গেছে। এখন তাদের ভোটাররা আশ্রয় খুঁজছে। যদিও নির্বাচনে আওয়ামীলীগ আসতে পারবে কিনা এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।’

খলিলপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক ফরিদ আহমদের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, মো. ফখরুল ইসলাম, বকসী মিসবাউর রহমান, মুজিবুর রহমান মজনু, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আয়াছ আহমদ।

কাউন্সিল অধিবেশনে ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়। এর আগে প্রধান অতিথি অন্যান্য অতিথিকে সাথে নিয়ে সম্মেলনের উদ্বোধন করেন সদর উপজেলা বিএনপির আহবায়ক বদরুল আলম যুগ্ম আহবায়ক মারুফ আহমদ।

পরে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি পদে নির্বাচন হয়। এতে এমদাদ আহমাদ সিরাজ ২৩০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী মো. শহীদ মিয়া পান ১১৭ ভোট। সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আতাউর রহমান। কাউন্সিলে মোট ৪৫৯ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৩৪৮ জন। এর মধ্যে বাতিল ব্যালট ১টি।

(ঢাকাটাইমস/১২মার্চ/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা