বংশালে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ মে ২০১৭, ০৯:০৭
অ- অ+

পুরান ঢাকার বংশাল থানার কায়েকটুলী এলাকায় এক গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক মুদি দোকানীর বিরুদ্ধে। গত ১৭ মে সন্ধ্যায় তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগে জানানো হয়েছে।

শনিবার ভোরে চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বংশাল থানার উপপরিদর্শক পলাশ ঢাকাটাইমসকে বলেন, বংশাল এলাকায় একটি বাড়িতে গৃহকর্মীর কাজ করতো ওই তরুণী। মাঝেমধ্যে একটি মুদি দোকানে কেটাকাটা করতে যাওয়ায় মুদি দোকানি লেগু শিকদারের সঙ্গে তার পরিচয় হয়।

গত ১৭ মে সন্ধ্যায় লেগু শিকদার কায়েকটুলী এলাকার একটি নির্জনস্থানে নিয়ে তাকে ধর্ষণ করে। ওই গৃহবধূ বিষয়টি পুলিশকে জানালে শনিবার ভোরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

ঢাকাটাইমস/২০মে/এএ/এমআর

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৩১ রানেই ৩ উইকেট নেই ওয়েস্ট ইন্ডিজের
ভারতে আটক বাংলাদেশি জেলেদের শিগগিরই ফেরানো হবে: পররাষ্ট্র সচিব
৪৭তম বিসিএসের অনলাইন আবেদন শুরু ২৯ ডিসেম্বর
ভারতকে মুসলিমসহ সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার আহ্বান খেলাফত মজলিসের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা