এক পয়েন্ট দূরে, তবুও সতর্ক জিদান
চ্যাম্পিয়ন্স লিগে অনেক সাফল্য। কিন্তু লা লিগায় চিত্রটা আলাদা। ২০১২ সালের পর আর লা লিগা জিততে পারেনি রিয়াল মাদ্রিদ। ৫ বছর পর লা লিগার খেতাব ঘরে তোলার অপেক্ষায় মাদ্রিদের এ অভিজাত দলটি।চ্যাম্পিয়ন হওয়া থেকে মাত্র এক পয়েন্ট দূরে রিয়াল। রবিবার দুর্বল মালাগার বিরুদ্ধে ড্র করতে পারলেই ফের স্পেনের সেরা হবে রিয়াল। তবেমালাগার মতো দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধেও আত্মতুষ্টতে ভুগছেন না জিদান।
দলকে সতর্কবার্তা পাঠিয়ে জানিয়ে দিলেন কাজটা এখনও বাকি রয়েছে। ‘আমরা আরও কাছে পৌঁছেছি। কিন্তু সবচেয়ে কঠিন কাজটা এখনও বাকি আছে। এখনও মনে হচ্ছে না চ্যাম্পিয়ন হয়েছি। আরও পয়েন্ট তুলতে হবে,’ বলছেন জিদান। ওদিকে রিয়াল তারকা ইস্কো আবার বলছেন, ‘আমরা তৈরি আছি মালাগাকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে।’
ম্যাচের আগে আবার মালাগার সান্দ্রো চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রিয়ালকে। সাবেক বার্সেলোনা ফুটবলার জানিয়ে দিলেন গোল করে রিয়ালকে হারাবেন তিনি। ‘বার্সেলোনা আমার প্রিয় ক্লাব। আমি ভাগ্যবান দু’বছর বার্সায় খেলতে পেরে। আমি রিয়ালের বিরুদ্ধে গোল করতে চাই যাতে বার্সা লা লিগা চ্যাম্পিয়ন হয়,’ বলছেন সান্দ্রো।
(ঢাকাটাইমস/২০ মে/ডিএইচ)
মন্তব্য করুন