এমপি জগলুলের মহানুভবতা
নিজ এলাকায় রাস্তা মেরামতে শ্রমিকদের সঙ্গে মাটি কেটে সারা দেশে আলোচিত হওয়া সাতক্ষীরা-৪ আসনের এমপি জগলুল হায়দারের মহানুভবতা পেলেন এক বুদ্ধি প্রতিবন্ধী।
ঘটনাটি মঙ্গলবার দুপুরের। না খেয়ে প্রচন্ড রোদে রাস্তার পাশে শুয়েছিলেন বুদ্ধি প্রতিবন্ধী রিজিয়া। এসময় ক্ষুধায় ছটফট করছিলেন তিনি। বার বার পথচারীদের কাছে খাবারের জন্য আকুতি মিনতি করছিলেন। হঠাৎ ওই পথ দিয়ে যাচ্ছিলেন সাতক্ষীরা- ৪ আসনের এম পি জগলুল হায়দার। সবাই ভ্রুক্ষেপ না করলেও সংস্কৃতিমনা জগলুল হায়দারের চোখ ঠেকল ক্ষুধার্ত রিজিয়ার দিকে। গাড়ি থেকে নেমে ছুটে গেলেন, ‘পাগলি’র কাছে। তাৎক্ষণিক বাজার থেকে খাবার আর নতুন জামা নিয়ে কাছে গেলেন।
খাবার পেয়ে রিজিয়ার চোখে-মুখে ফুটে উঠে এক অকৃত্রিম হাসি। বুদ্ধি প্রতিবন্ধী রিজিয়াকে প্রায় ৩৫ মিনিট ধরে নিজ হাতে মাংস খিচুড়ি খাওয়ালেন এম পি জগলুল হায়দার। এ দৃশ্য দেখে পথচারীরা তো হতবাক। তারা এমপির এ ধরনের মহানুভাবতার জন্য ধন্যবাদ জানান।
(ঢাকাটাইমস/২৩মে/টিএ/জেডএ)
মন্তব্য করুন