ক্ষেতলাল পৌরসভায় আ.লীগ প্রার্থী জয়ী
জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সিরাজুল ইসলাম বেসরকারি নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৮ হাজার ৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সতন্ত্র প্রার্থী নবিউল ইসলাম চৌধুরী জগ প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৬২৫ ভোট।
ভোট গণনা শেষে মঙ্গলবার রাতে নির্বাচন কমিশন অফিস এ ফলাফল ঘোষণা করেন।
ক্ষেতলাল পৌরসভার দ্বিতীয় এ নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণে পুলিশ, র্যাব, বিজিবি মোতায়েনসহ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়।
এ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র’র ১জন করে প্রার্থী, সাধারণ কাউন্সিলর পদে ২৬ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এখানে মোট ভোটর রয়েছে ১৫ হাজার ১৫০জন।
(ঢাকাটাইমস/২৩মে/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন