টাকা আত্মসাৎ: কুমিল্লায় ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ মে ২০১৭, ২০:২৭
অ- অ+
প্রতীকী ছবি

এক কোটি ৩৪ লাখ টাকা আত্মসাতের মামলায় কুমিল্লার বেসরকারি ব্রিটানিয়া বিশ^বিদ্যালয়ের ট্রেজারার মো. ছিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার বিকেলে কুমিল্লা জেলা দায়রা জজ আদালতের পাশের এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দুদক কুমিল্লার উপ-পরিচালক আবুল কালাম আজাদ জানান, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজারে অবস্থিত ব্রিটানিয়া বিশ^বিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ১ কোটি ৩৪ লাখ ৩৫হাজার টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া যায়। এ অভিযোগে দুদক কুমিল্লার সহকারী পরিচালক নুরুল হুদা বাদী হয়ে চলতি বছরের ৫ মার্চ সদর দক্ষিণ থানায় মামলা মামলা দায়ের করেন।

মামলায় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এহসানুল হক, ট্রেজারার ছিদ্দিকুর রহমানসহ সাতজনকে আসামি করা হয়। আজ বিকেলে ছিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।

বাকি আসামিদের গেপ্তারের চেষ্টা করা হচ্ছে বলে উপ-পরিচালক জানান।

তিনি আরো জানান, প্রাথমিক তদন্তে আসামিরা আত্মসাতের সাথে জড়িত বলে প্রমাণ পাওয়া গেছে।

(ঢাকাটাইমস/২৩মে/প্রতিনিধি/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক বছরে ম্যানসিটির সর্বোচ্চ আয়ের রেকর্ড
বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা
শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন ও আদর্শকে ধারণ করে অন্তর্বর্তী সরকার: প্রেস সচিব
দেশ গড়ার দ্বিতীয় সুযোগ কোনোভাবে যেন নষ্ট না হয়: আইন উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা