মির্জাপুরে ছয় ইউপি চেয়ারম্যান ও ৭১ সদস্যের শপথ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ মে ২০১৭, ২১:৪৪
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুরে ছয় ইউনিয়ন পরিষদে নির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার অনুষ্ঠিত এ শপথে ছয় ইউপির ছয়জন চেয়ারম্যান, ৫৪ জন সাধারণ ওয়ার্ডের সদস্য ও ১৭ জন সংরক্ষিত নারী সদস্য অংশ নেন।

সকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক খান মো. নূরুল আমিন চেয়ারম্যানদের ও দুপুরে মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন নির্বাচিত সদস্যদের শপথ পড়ান।

গত ১৭ এপ্রিল মির্জাপুর উপজেলার আজগানা, লতিফপুর, তরফপুর, ফতেপুর, বহুরিয়া ও ভাওড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচিত চেয়ারম্যানরা হলেন- আজগানা ইউনিয়নে রফিকুল ইসলাম শিকদার, লতিফপুরে মো. জাকির হোসেন, তরফপুরে সাইদ আনোয়ার, ফতেপুরে হাজী আব্দুর রউফ, ভাওড়া ইউনিয়নে আমজাদ হোসেন এবং বহুরিয়া ইউনিয়নে আব্দুস সামাদ।

এছাড়া ছয় ইউনিয়নের সাধারণ ওয়ার্ডে ৫৪ জন ও সংরক্ষিত নারী আসনে ১৭ জন সদস্য নির্বাচিত হন।

তরফপুর ইউনিয়নে ১নং সংরক্ষিত নারী আসনে দুই প্রার্থী সমান সমান ভোট হওয়ায় সেখানে গত ২৩ মে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ওই প্রার্থীর শপথ হয়নি।

(ঢাকাটাইমস/২৪মে/প্রতিনিধি/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশ গড়ার দ্বিতীয় সুযোগ কোনোভাবে যেন নষ্ট না হয়: আইন উপদেষ্টা
মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে
মাদার‌ীপুরে বৈদ্যুতিক পিলারে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা