সিদ্ধিরগঞ্জে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ মে ২০১৭, ২২:২৪
অ- অ+

নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জের ৭নং ওয়ার্ডের কদমতলী এলাকায় একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় তিন সন্তানের জননী ময়না বেগমের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে অপারেশনের পর রোগীর মৃত্যু হয় বলে রোগীর স্বজনরা অভিযোগ করেন। পরে ক্লিনিকের মালিকপক্ষ রোগীর স্বজনদের হাসপাতাল থেকে বের করে দিয়ে সটকে পড়েন।

এ ঘটনায় নিহতের স্বজনরা ক্লিনিকটির ম্যানেজারকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ম্যানেজার সুজনকে আটক করে।

নিহত ময়না বেগম সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ি এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী। তাদের সংসারে এক ছেলে ও ২ মেয়ে রয়েছে।

নিহত ময়না বেগমের ভাই মাসুদ জানান, সিদ্ধিরগঞ্জের ৭নং ওয়ার্ডের কদমতলী পুল এলাকায় অবস্থিত এম হোসেন জেনারেল হাসপাতাল নামক ওই ক্লিনিকে তার বোন ময়নার জরায়ুতে অপারেশন হয়। ময়নার জরায়ুতে টিউমার হয়েছিল। অপারেশনের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ৩০ হাজার টাকার চুক্তি হয়েছিল। মঙ্গলবার বিকাল ৩টার দিকে অপারেশন শুরু হয়। পরে রাতে ময়নার মৃত্যু হয়। ঘটনার পর হাসপাতালটির মালিকপক্ষ সটকে পড়ে।

ম্যানেজার সুজন জানান, এই হাসপাতালটির মালিক অনুধালুপ্ত সিদ্ধিরগঞ্জ পৌরসভার প্রশাসক সহায়তা কমিটির সদস্য দিদার আলম।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সাত্তার জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই ক্লিনিকের ম্যানেজারকে আটক করা হয়েছে। তবে এখনও কেউ কোন লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/২৪মে/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারতকে মুসলিমসহ সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার আহ্বান খেলাফত মজলিসের
চার অর্ধশতকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় সংগ্রহ বাংলাদেশের
নতুন মাফিয়ারা পরিবহন সেক্টর দখল করেছে: নুর
ভারতে বসে শেখ হাসিনা দেশে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করতে চায়: শহিদুল ইসলাম বাবুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা