গোপালগঞ্জে খুনের দায়ে পাঁচজনের ফাঁসি

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ মে ২০১৭, ১৬:০৯| আপডেট : ২৫ মে ২০১৭, ১৭:০৫
অ- অ+

গোপালগঞ্জে গ্রাম্য মহাজনকে হত্যার দায়ে পাঁচজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

রায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড এবং ১০ বছর কারাদণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নাজির আহমেদ এই রায় ঘোষণা করেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন– জাকারিয়া সাবু, অলিউজ্জামান ওরফে খোকন মাস্টার, শাহাদত হোসেন, হেমায়েত উদ্দিন ও শাজাহান। এদের মধ্যে সাবু ও শাজাহান পলাতক রয়েছেন।

যাবজ্জীবনপ্রাপ্ত ১৭ জনের মধ্যে তিনজন পলাতক রয়েছেন। ১০ বছরের সাজাপ্রাপ্ত তিনজনের মধ্যে দুইজন পলাতক।

আদালতের এপিপি শহীদুজ্জামান পিকু জানান, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সাজার আদেশ দেওয়া হয়েছে।

কাশিয়ানী উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের সিরাজুল হকের সঙ্গে আধিপত্য বিস্তারের জেরে ১৯৯৯ সালের ১৬ অক্টোবর দুপুরে নৌকায় হামলা চালিয়ে সিরাজুলকে কুপিয়ে হত্যা করে দণ্ডিতরা।

এ ঘটনায় সিরাজুলের স্ত্রী আমেনা বেগম বাদী হয়ে ৩৭ জনের বিরুদ্ধে কাশিয়ানী থানায় একটি মামলা করেন। পরে পুলিশ ওইসব আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।

ঢাকাটাইমস/২৫মে/এমআর

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৪৭তম বিসিএসের অনলাইন আবেদন শুরু ২৯ ডিসেম্বর
ভারতকে মুসলিমসহ সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার আহ্বান খেলাফত মজলিসের
চার অর্ধশতকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় সংগ্রহ বাংলাদেশের
নতুন মাফিয়ারা পরিবহন সেক্টর দখল করেছে: নুর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা