কালকিনিতে প্রতিপক্ষের হামলা-ভাঙচুর, আহত ১৫

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ মে ২০১৭, ১৬:২৯
অ- অ+

পূর্বশত্রুতার জের ধরে মাদারীপুরের কালকিনিতে প্রতিপক্ষের হামলায় বসতবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে করে কমপক্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হয়েছে।

শুক্রবার সকালে দফায়-দফায় এ হামলার ঘটনা ঘটেছে।

এলাকা ও পুলিশ জানায়, পৌর এলাকার উত্তর রাজদী গ্রামের আলাম কাজীর সাথে একই এলাকার শহীদ কাজীর দীর্ঘদিন ধরে জমি নিয়ে পূর্বশত্রুতা চলে আসছে। এর জের ধরে শহীদ কাজীর নেতৃত্বে বেল্লাল কাজী, সাগর কাজী ও রহীম কাজীসহ ১০-১২ জন মিলে দেশি অস্ত্রে সজ্জিত হয়ে আলাম কাজীর বসত বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটায়। এ সময় তাদের বাধা দিলে আলাম কাজী, সখিনা বেগম, ফারুক, নাঈম কাজী, রেনু বেগম, আয়নাল, আবুবক্কর, সাইফুল ও খলিল বেপারীসহ কমপক্ষে ১৫ জন আহত হন।

পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ হামলার ঘটনায় কালকিনি থানায় মামলার প্রস্তুতি চলছে। তবে ঘটনার পর থেকেই হামলাকারীরা পলাতক রয়েছে।

ভুক্তভোগী আলাম কাজীর মেয়ে জেসমিন বেগম বলেন, আমার বাবাকে হত্যার উদ্দেশ্যেই এ হামলার ঘটনা ঘটিয়েছে আমাদের প্রতিপক্ষ।

অভিযুক্ত শহীদ কাজীর সঙ্গে এ বিষয় একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

কালকিনি থানার উপ-পরিদর্শক সঞ্জয় কুমার ঘোষ বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৬মে/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশ গড়ার দ্বিতীয় সুযোগ কোনোভাবে যেন নষ্ট না হয়: আইন উপদেষ্টা
মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে
মাদার‌ীপুরে বৈদ্যুতিক পিলারে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা