শরীয়তপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
শরীয়তপুর জেলার সদর পৌরসভার ধানুকায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম তাকিয়া (২)।
মঙ্গলবার বেলা ১১টার দিকে পৌরসভার ৭নং ওয়ার্ডের ধানুকার কলনি মাঠের পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাকিয়া ধানুকা গ্রামের সোহেল বেপারীর মেয়ে।
স্থানীয়রা জানান, সকালের দিকে ঘড়ের পাশে খেলা করতে গিয়ে পুকুরে ডুবে যায় তাকিয়া। এসময় স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে তাকিয়ার মরদেহ পুকুর থেকে দুপুরে উদ্ধার করা হয়। তাকিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ঘটনায় স্থানীয় এলএলবি সোহাগ বেপারী জানান, সকালে ঘূর্ণিঝড়ের সময় পাশের বাড়ির তাকিয়া পানিতে ডুবে মারা যায়। পরে তার মরদেহ পুকুরের থেকে দুপুরে উদ্ধর করা হয়। নিহতের পরিবার দিনমুজুরের কাজ করে।
(ঢাকাটাইমস/৩০মে/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন