নাটোরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু, স্ত্রী আটক
নাটোরের নলডাঙ্গা উপজেলার সেনভাগ উত্তর পাড়া এলাকা থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম তোফাজ্জল হোসেন ওরফে তজিবর রহমান (৬২)। এ ঘটনায় নিহতের স্ত্রী ফরিদা বেগমকে (৪৫) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
বুধবার সকাল নয়টার দিকে নিজ বসতঘর থেকে তাজিবরের মরদেহ উদ্ধার করা হয়। আর গতরাত একটার সময় তার মৃত্যু হয়।
তজিবর রহমান সেনভাগ উত্তরপাড়া গ্রামের মৃত কমের উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, তজিবরের স্ত্রী ফরিদা বেগমের সাথে মাঝে মধ্যেই ঝগড়া বিবাদ হতো। গত রাত একটার দিকে স্বামী অসুস্থ্য বলে গ্রাম্য ডাক্তারকে বাড়িতে ডেকে নিয়ে আসেন ফরিদা বেগম।
পরে ডাক্তার এসে পরীক্ষা করে দেখেন তজিবর মারা গেছেন। এ ঘটনার পর তজিবরের স্ত্রী ফরিদা বেগম বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিলেন। এ সময় নিহতের স্বজন ও প্রতিবশিরা টের পেয়ে ফরিদা বেগমকে আটক করে মারপিট করে বাড়িতে বেঁধে রেখে। খবর পেয়ে পুলিশ সকাল নয়টার দিকে ঘটনাস্থল থেকে তজিবরের মরদেহ উদ্ধার করে। পরে তা ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। আর নিহতের স্ত্রী ফরিদা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেয়া হয়েছে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, এটা হত্যা না অপমৃত্যু এখনো তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনাটি রহস্যজনক হওয়ায় বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় নিহতের ছোট ভাই আব্দুস সাত্তার বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
(ঢাকাটাইমস/৩১মে/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন