হাতীবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

কালিগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ জুন ২০১৭, ২২:২৬
অ- অ+

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার রাতে ওই ইউনিয়নের দই খাওয়া বড়ডাঙ্গা গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে।

ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রী জানায়, প্রতিবেশী বায়েজিদ ও নয়ন তাকে বাড়ি থেকে কৌশলে ডেকে নিয়ে পাশের একটি পুকুরপাড়ে দুইজন মিলে ধর্ষণ করে। তার চিৎকারে লোকজন ছুটে এলে তারা একটি মোবাইল ফোন ফেলে পালিয়ে যায়। পরে বিষয়টি গোতামারী ইউনিয়ন চেয়ারম্যান আবুল কাসেম সাবু মিয়াকে জানানো হয়।

অভিযুক্ত বায়েজিদ ধর্ষণের অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের ফাঁসানোর জন্য ষড়যন্ত্র করা হচ্ছে।

হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়ন চেয়ারম্যান আবুল কাসেম সাবু মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীকে প্রথমে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করা হয়। পরে বৃহস্পতিবার সকালে তাকে উন্নত চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, বিষয়টি লোকমুখে শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/১জুন/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করে আ.লীগ রাজনৈতিক ফায়দা লুটেছে: সালাম
ঝিনাইদহে জমির নামজারি ও খাজনা কার্যক্রম বন্ধ
২০২৬ ফিফা বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাই পর্বের ড্র অনুষ্ঠিত: কে কোন গ্রুপে
এক বছরে ম্যানসিটির সর্বোচ্চ আয়ের রেকর্ড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা