আত্রাইয়ে মায়ের সঙ্গে অভিমান করে ছাত্রীর আত্মহত্যা

নওগাঁ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ জুন ২০১৭, ১৭:২২
অ- অ+
প্রতীকী ছবি

নওগাঁর আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়নে মায়ের সঙ্গে অভিমান করে ষষ্ঠ শেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। তার নাম আরিফা খাতুন (১৩)।

আজ শনিবার বেলা ১২টার দিকে জয়সাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আরিফা ওই গ্রামের মো. শাহিনের মেয়ে এবং উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, আজ বেলা সাড়ে ১২টার দিকে পারিবারিক কাজ কর্ম নিয়ে আরিফাকে তার মা বকাঝকা করেন। এরপর মায়ের ওপর অভিমান করে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে আরিফা খাতুন।

ওসি আরো জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি পর আরিফা খাতুনের মরদেহ ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা দায়ের করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৩জুন/প্রতিনিধি/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক বছরে ম্যানসিটির সর্বোচ্চ আয়ের রেকর্ড
বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা
শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন ও আদর্শকে ধারণ করে অন্তর্বর্তী সরকার: প্রেস সচিব
দেশ গড়ার দ্বিতীয় সুযোগ কোনোভাবে যেন নষ্ট না হয়: আইন উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা