ডিএমপির মনিরুলের ফেসবুক ভেরিফাইড

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ জুন ২০১৭, ১৮:৩৬| আপডেট : ০৫ জুন ২০১৭, ১৮:৩৯
অ- অ+

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলামের ফেসবুক আইডিটি ভেরিফাই করেছে ফেসবুক কর্তৃপক্ষ।

আজ সোমবার ফেসবুক কর্তৃপক্ষ ই-মেইলের মাধ্যমে তাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেসবুকে দেয়া স্ট্যাটাসে ‘কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম’ ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানান, তিনি ২০১০ সাল থেকে ফেসবুকে সক্রিয়। গত দুই তিন বছর ধরে সপ্তাহে গড়ে ১০ বার তার আইডিটি হ্যাক করার চেষ্টা হয়েছে। তবে হ্যাকাররা সফল হতে পারেনি।

পুলিশের ডিআইজি পদ মর্যাদার এই কর্মকর্তা বলেন, ‘মাল্টি লেবেলের সিকিউরিটি ফিচার সক্রিয় রাখার কারণে পোকামাকড়ের প্রচেষ্টা বরাবরই ব্যর্থ হয়েছে! এইমাত্র Facebook Authority email e জানালো যে আমার ID টি ভেরিফায়েড হিসেবে তালিকাভূক্ত করেছে!’

এ ব্যাপারে তিনি কৃতজ্ঞতাও জানিয়েছেন তার ফেসবুক বন্ধু ও ফলোয়ারদের। পাশাপাশি ধন্যবাদ জানিয়েছেন ফেসবুক কর্তৃপক্ষকে। বিসিএস ১৫তম ব্যাচের এই কর্মকর্তা স্ট্যাটাসে বলেন, ‘সীমাহীন কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ বন্ধু ও ফলোয়ারদের যাঁরা আমার স্ট্যাটাসে লাইক আর কমেন্ট করেছেন কিংবা সাথে থেকেছেন! ধন্যবাদ ফেসবুক কর্তৃপক্ষকে! শুভ কামনা থাকলো!

(ঢাকাটাইমস/৫জুন/এইচএফ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশ গড়ার দ্বিতীয় সুযোগ কোনোভাবে যেন নষ্ট না হয়: আইন উপদেষ্টা
মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে
মাদার‌ীপুরে বৈদ্যুতিক পিলারে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা