সাংবাদিককে প্রাণনাশের হুমকি
জামালপুরের সরিষাবাড়ীতে দৈনিক করতোয়ার প্রতিনিধিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পত্রিকায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে বুধবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশিদের চাচাতো ভাই ছাত্রলীগ নেতা আল আমিন হোসাইন শিবলু সাংবাদিক তৌকির আহাম্মেদ হাসুর মুঠোফোনে কল করে এ হুমকি দেন।
এ ঘটনায় বৃহস্পতিবার বিকালে প্রতিবাদ সভায় উপজেলায় কর্মরত সাংবাদিকরা তীব্র নিন্দা ও হুমকিদাতা ছাত্রলীগ নেতার গ্রেপ্তার দাবি করেন।
সাংবাদিক হাসু জানান, দৈনিক করতোয়া পত্রিকায় বুধবার ‘সরিষাবাড়ীতে ইউপি সদস্যের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে সড়ক অবরোধ” শীর্ষক সংবাদে ছাত্রলীগ নেতা আল আমিন হোসাইন শিবলুর নাম প্রকাশিত হয়। এতে ক্ষিপ্ত হয়ে শিবলু তার মোবাইল থেকে সাংবাদিক হাসুর মোবাইলে কল করে প্রাণনাশের হুমকি দেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।
ওসি রেজাউল ইসলাম খান বলেন, লিখিত অভিযোগ পেলে মামলা নেয়া হবে।
(ঢাকাটাইমস/৮জুন/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন