বগুড়ায় অস্ত্রসহ নব্য জেএমবির তিন সদস্য গ্রেপ্তার
বগুড়ায় নব্য জেএমবির তিন সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, এক কেজি গান পাউডার এবং একটি চাকু উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ইসলামনগর এলাকার সামসুজ্জামানের ছেলে আব্দুল আজিজ মামুন (২৮), একই এলাকার টিপু সুলতানের ছেলে আব্দুল্লাহেল কাফি ওরফে ফারহান (২০) এবং গাইবান্ধার সাঘাটা ভুতমারা ঘাট এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে রাসেল (৩৪)।
বগুড়া জেলা পুলিশের গণমাধ্যম শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে জেলার আদমদীঘি উপজেলার মুরইল এলাকা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা মোটরসাইকেলে বগুড়ার দিকে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল তাদের গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত তিনজন নব্য জেএমবির সদস্য। তারা নাশকতার উদ্দেশ্যেই বগুড়ার দিকে আসছিল। তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে আদমদীঘি থানায় মামলা করেছে পুলিশ।
(ঢাকাটাইমস/০৯জুন/প্রতিনিধি/জেবি)
মন্তব্য করুন