ভোলায় বিএনপির দুই নেতা আটক
ভোলার তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি একেএম মহিবুল্যাহ (নাগর মিয়া) ও যুগ্ম সাধারণ সম্পাদক ওমর আসাদ (রিন্টু)কে পুলিশ গ্রেপ্তার করেছে। উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুক্রবার দুপুর ১২টার দিকে তাদের আটক করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম শাহিন মণ্ডল বলেন, ঈদ ও রোজাকে সামনে রেখে তারা একটি ঘরে নাশকতার পরিকল্পনা করছিল। তাদের বিরুদ্ধে আগেরও কয়েকটি মামলা রয়েছে। ওই মামলাগুলোতে তারা জামিনে আছে। গ্রেপ্তারের পরপরই তাদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
ভোলা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ (ট্রুম্যান মিয়া) বলেন, শনিবার তজুমদ্দিন বিএনপির অফিসে ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। ওই ইফতারের আয়োজন সম্পর্কিত আলোচনার জন্য উপজেলা বিএনপির কার্যালয়ে কথাবার্তা চলছিল। এ সময় পুলিশ হামলা করে সভাপতি ও যুগ্ম-সাধারণ সম্পাদককে আটক করে।
(ঢাকাটাইমস/৯জুন/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন