ভাটারায় যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ জুন ২০১৭, ২০:১৬| আপডেট : ১০ জুন ২০১৭, ২১:৩৩
অ- অ+

রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা জগন্নাথপুর এলাকার একটি বাড়ি থেকে আনোয়ার হোসেন (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকালে এ ঘটনা ঘটে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ভাটারা থানার উপপরিদর্শক হাসান মাসুদ বলেন, বিকালে জগন্নাথপুরের শহিদ আবদুল আজিজ সড়কের ক-২৬/২ নম্বর বাড়ি থেকে আনোয়ারের লাশ উদ্ধার করা হয়। তার মাথায় ও শরীরের আঘাতের চিহ্ন রয়েছে।

নিহতদের স্বজনদের বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, গতকাল শুক্রবার সন্ধ্যায় আনোয়ারকে ইফতারের দাওয়াত দিয়েছেল তার পরিচিতরা। এরপর থেকে আনোয়ার নিখোঁজ ছিলেন। পুলিশের ধারণা, আনোয়ারকে মাথায় আঘাত করে হত্যার পর তার লাশ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়।

নিহত আনোয়ারের বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলার লক্ষণদীয়া গ্রামে। তার বাবার নাম মোহাম্মদ আবুল হোসেন।

জানা গেছে, তার পারিবারিক বা দাম্পত্য কোনো ঝামেলা ছিল না। বসুন্ধরা আবাসিক এলাকার স্ট্যান্ডার্ড টেইলার্সে চাকরি করতেন তিনি। একই দোকানে চাকরি করা সোহান নামে বরিশালের এক ছেলের সঙ্গে দ্বন্দ্বে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।

আনোয়ার একই এলাকায় স্ত্রী ও তিন বছরের এক সন্তানসহ ভাড়া থাকতেন।

(ঢাকাটাইমস/১০জুন/এএ/জেবি)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশে বিরাজনীতিকরণের প্রয়াস চলছে: রিজভী
নতুন সুযোগে বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই: মির্জা ফখরুল
মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করে আ.লীগ রাজনৈতিক ফায়দা লুটেছে: সালাম
ঝিনাইদহে জমির নামজারি ও খাজনা কার্যক্রম বন্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা